Connecting You with the Truth

যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

us-eidআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় আজ সোমবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সোমবার সকাল হতেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে নিকটস্থ মসজিদে গিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে। নামাজ শেষে সপরিবারে মাঠে গিয়ে পশু জবাই করে।
ভার্জিনিয়ার আলিংটস্থ বায়তুল মোকারম মসজিদে ঈদুল আজহার তিনটি জামাতের আয়োজন করা হয়। মসজিদের ইমাম মাওলানা কৌশক আহমেদের পরিচালনায় জামাতগুলো সকাল ৮টা, ৯টা ও ১০টায় অনুষ্ঠিত হয়। এছাড়া একইদিন বৃহত্তর ওয়াশিংটনের উডব্রিজ, স্প্রিংফিল্ড, লর্টন, আলেকজান্দ্রিয়া, ম্যানাসাস, স্টার্লিং, বেথেসডা, বাল্টিমোর, ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরের মসজিদে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ প্রবাসীরা নিকটস্থ মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্লিনটন, ভার্জিনিয়ার ম্যানাসাস, পেনসালভেনিয়াসহ বিভিন্ন ফার্মে গিয়ে পশু জবাই করে। অনেকে কোরবানীর মাঠেই রান্নার আয়োজন করে।

Leave A Reply

Your email address will not be published.