Connecting You with the Truth

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৮ জনের মৃত্যু, ৬ রাজ্যে জরুরি অবস্থা

Heavy snow covers the street on Tuesday, Nov. 18, 2014 in Buffalo, N.Y., Parts of New York are measuring the season's first big snowfall in feet, rather than inches, as nearly 3 feet blanketed the Buffalo area Tuesday, forcing the closure of a 105-mile stretch of the state Thruway. The National Weather Service says a foot to almost 3 feet of snow has fallen on areas south and east of the city. (AP Photo/ Carolyn Thompson)

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে তুষারঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির কারণে ছয়টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, তুষারঝড়ে পুরু বরফের চাদরে ঢেকে গেছে দেশটির পূর্বাঞ্চলসহ ওয়াশিংটন, নিউইয়র্কের শহরগুলো। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ৬১ সেন্টিমিটার বরফের প্রলেপে ঢেকে পড়েছে।
দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওয়াশিংটনসহ এর আশপাশের অঙ্গরাজ্যগুলোতে প্রায় ৭৬ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ জমতে পারে।
এদিকে তুষারঝড়ে গত দু’দিনে দেশটিতে বাতিল করা হয়েছে ছয় হাজারেরও বেশি ফ্লাইট এবং বন্ধ আছে ওইসব অঙ্গ রাজ্যের স্কুল প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানগুলোও।
এছাড়া এই তুষারঝড়কে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ তুষারঝড়। ধারণা করা হচ্ছে ওয়াশিংটনে ঝড়ের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।

Comments
Loading...