খবরে বলা হয়, সান ডিয়াগো কাউন্টির ব্রাউন ফিল্ড বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে দুই ইঞ্জিনের একটি সাবরেলিনার বিমানের সঙ্গে এক ইঞ্জিনের সেসনা-১৭২ বিমানের সংঘর্ষ হয়। এতে বিমানের ওই চার আরোহীর সবাই মারা যায়।
বিমান কর্তৃপক্ষের (এফএএ) একজন মুখপাত্র জানান, বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।