যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের প্রধান শত্রু – রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল হচ্ছে আমাদের প্রধান শত্রু।
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক ভাষণে তিনি বলেন, একদিকে তারা ইরানি জনগণকে চাপে রাখতে চেষ্টা করছে, অন্যদিকে প্রতিদিন বিভিন্ন উপায়ে তারা আমাদের আলোচনায় বসার প্রস্তাব পাঠাচ্ছে।
তারা বলছেন, আমাদের উচিত আলোচনার টেবিলে বসা।
রুহানি বলেন, ওয়াশিংটন বলেই যাচ্ছে, আমাদের উচিত এখানে আলোচনা করা, সেখানে আলোচনা কর। আমরা বিষয়টার সমাধান চাইছি। কিন্তু তাদের বার্তা কি আমাদের দেখা উচিত? তাদের বর্বর পদক্ষেপগুলো কি আমাদের দেখা উচিত?
হাসান রুহানি বলেন, ওয়াশিংটন জোর করে তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিতে চায়।
আগামী নভেম্বরে ইরানের তেলখাতকে টার্গেট করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান প্রেসিডেন্টের মতে, ইরান অর্থনৈতিক, মানসিক ও প্রপাগান্ডা যুদ্ধের মুখোমুখি।