যুক্তরাষ্ট্র কংগ্রেসের সামনে বন্দুকধারীর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ক্যাপিটল নামে পরিচিত কংগ্রেস ভবনের সামনে এক ব্যক্তি গুলিতে আত্মহত্যা করেছেন। শনিবার এ ঘটনার সময় নিরাপত্তা শঙ্কায় কিছু সময়ের জন্য ক্যাপিটল এলাকা বন্ধ করে দেয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় ওই এলাকায় প্রচুর পর্যটকের উপস্থিতি ছিল। ক্যাপিটলের পুলিশ প্রধান কিম দিয়েন জানিয়েছে, পিঠে ব্যাগ ও হাতে চাকাওয়ালা স্যুটকেস ও ঘটনাস্থলে একটি নির্দেশিকা নিয়ে উপস্থিত লোকটি নিজের শরীরে একটি গুলি করেন। লোকটির নিয়ে আসা ওই নির্দেশিকায় সামাজিক ন্যায়বিচার নিয়ে বার্তা ছিল বলে জানিয়েছেন দিয়েন, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। বোম স্কোয়াডের একজন টেকিনিশিয়ান মৃত ব্যক্তির ব্যাগ ও স্যুটকেস পরীক্ষার পর কর্মকর্তারা নিরাপত্তা সতর্কতা প্রত্যাহার করে নেন। দুই ঘন্টা বন্ধ থাকার পর ক্যাপিটল আবার খুলে দেয়া হয়। পূর্ব সতর্কতা হিসেবে ক্যাপিটল বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। “ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী চক্র বা এ ধরনের কোনো কিছু জড়িত ছিল না বলেই মনে হচ্ছে,” বলেছেন দিয়েন। কংগ্রেসের অধিবেশনে বিরতি চলায় ঘটনার সময় ক্যাপিটলে কোনো আইনপ্রণেতা ছিলেন না। এ সময় ওয়াশিংটন শহরেও হাতে গোনা কয়েকজন আইনপ্রণেতা ছিলেন। তবে চেরি ফুল ফোটার উৎসব থাকায় এ সময় ঘটনাস্থলের কাছাকাছি প্রচুর পর্যটক উপস্থিত ছিলেন।
