Connecting You with the Truth

যৌন নিপীড়নের ঘটনায় জাবি থেকে ৮ জন বহিষ্কার

download (16)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ সন্ধ্যায় এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ওই ছাত্রীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  শুক্রবার ভিসি অধ্যাপক ফারাজানা ইসলাম নিজ ক্ষমতা বলে এ বহিষ্কার করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
আবু বকর সিদ্দিক জানান, ‘ভিসি নিজ ক্ষমতার বলে যৌন নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারাদেশ দিয়েছেন। বিষয়টি যৌন নিপীড়ন বিরোধী সেলে তদন্তাধীন থাকায় নীতিমালা অনুযায়ী এবং আদালতের নির্দেশনা থাকায় বহিষ্কৃতদের নাম গোপন রাখা হয়েছে।’
ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘প্রশাসনিক আদেশের মাধ্যমে আটজনকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ও অভিযোগকারী কারও নাম প্রকাশ না করার নির্দেশ রয়েছে।’
এদিকে পহেলা বৈশাখ রাতে এক ছাত্রীর ওপর যৌন নিপীড়নের ঘটনায় নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছেন ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
Comments
Loading...