রংপুরের চন্দনপাটে কমিউনিটি পুলিশিং এর মাস্ক ও হ্যান্ড সোপ বিতরণ
হাসান আল সাকিব, রংপুর:
রংপুর জেলার কোতোয়ালী থানাধীন সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে বেশ কয়েকটি এলাকায় নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে মাস্ক ও হ্যান্ড সোপ বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ইস্পাহানির সহোযোগীতায় ও কমিউনিটি পুলিশিং এর রংপুর জেলার উদ্যোগে প্রায় এক হাজার পরিবারের মাঝে এই মাস্ক ও হ্যান্ড সোপ বিতরণ করা হয়।মাস্ক ও হ্যান্ড সোপ বিতরণ কার্যক্রম এর উদ্ভোধন করেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন (পুলিশ সুপার) অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন,ইস্পাহানির বিভাগীয় ম্যানেজার শাহাদৎ হোসান,কমিউনিটি পুলিশিং এর জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক,সদর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম,চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান,ইউনিয়ন আ’লীগের সভাপতি সনজিৎ কুমার নাড়ু,সদর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হাসান আল সাকিব প্রমুখ।