রংপুরের পীরগঞ্জে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী সুধি সমাবেশ
পীরগঞ্জ প্রতিনিধি,রংপুর: রংপুরের পীরগঞ্জে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুধি সমাবেশ করেছে রংপুর জেলা হেযবুত তওহীদ। বৃহস্পতিবার সন্ধা ৭টায় উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভুজুবাড়ী চাতালে হেযবুত তওহীদের মিঠাপুকুর উপজেলা আমির মো.রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত সুধি সমাবশে অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সদস্য মো. মজিবর রহমানের সঞ্চালনায় উক্ত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী কাজের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন ২নং ভেন্ডাবাড়ী ইউপি আ’লীগের সাংগাঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান প্রধান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেন্ডাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রিয়াজুল ইসলাম জুয়েল, সমাজ সেবক মো. খাদেমুল ইসলাম লাল মিয়া, মো. দবিরুল ইসলাম মুন্সি, সঠিবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও হেযবুত তওহীদ সদস্য মো. রাসেল মিয়া প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদেও জঙ্গিবাদ বিরুধী কার্যক্রমের উপর বক্তব্য রাখেন হেযবুত তওহীদ সদস্য ও দৈনিক বজ্রশক্তির বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করেন হেযবুত তওহীদ সদস্য মো. জাহিদ মিয়া।
আলোচনা অনুষ্ঠান শেষে হেযবুত তওহীদের কার্যক্রম ও জঙ্গিবাদ বিরোধী প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।