Connecting You with the Truth

রংপুরের সিনিয়র আইনজীবি সরওয়ার-উল-আলম দুদু আর নেই

সরওয়ার-উল-আলম দুদু

হাসান আল সাকিব, রংপুর: ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক রংপুর জেলা সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাড. সরওয়ার-উল-আলম দুদু শনিবার বিকেল ৩ টার দিকে রংপুর মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরদিন রবিবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৩/০৭/২০১৬খ্রি.) বিকেল ৩ টার দিকে তিনি পরলোকগমন করেন। আগামীকাল রবিবার বাদ যোহর তার নিজ গ্রাম পালিচড়া বকসিপাড়ায় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের জানাযার নামাজে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে ।

Comments
Loading...