রংপুরে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
রংপুরে অগ্নিদগ্ধ হওয়ার ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে, যাকে স্বামী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল। মৃত রেইন বেগম (২৪) পীরগঞ্জ উপজেলার গবরা কুতুবপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
যৌতুকের টাকা না পেয়ে গত ২ অগাস্ট স্ত্রী রেইনকে মারধর করে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় খালেক। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে থেকে গত ১৭ অগাস্ট তাকে ঢাকায় পাঠানো হয়।
পার্থ শংকর পাল বলেন, ওই গৃহবধূর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, এ ঘটনায় রেইনের বাবার দায়ের করা মামলায় গত ৪ অগাস্ট খালেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন রংপুর কারাগারে আছেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর