Connecting You with the Truth

রংপুরে কৃষক হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

rffরংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় আবুল কাশেম নামে এক কৃষককে হত্যার অভিযোগে একজনের ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাসেন আলী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিরা হলেন- হানিফ মিয়া , রাজু , সালাম , শহিদুল ও রেহেনা।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৩ জুলাই রংপুরের পীরগাছা উপজেলার ছোট জিলিয়া গ্রামে গাদু ফকিরের ছেলে আবুল কাশেমকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হাসেন আলীর নেতৃত্বে তার সহযোগীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই সামসুল আলম বাদী হয়ে পীরগাছা থানায় ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী হাসেন আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। তারা হলেন- ময়নুল ইসলাম , রবিউল ইসলাম , আব্দুস সামাদ ও মতিন।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি ফারুখ মোহাম্মদ রেয়াজুল করিম জানান, এ রায়ে তারা সন্তুষ্ট।
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক প্রমাণিক জানান, তারা ন্যায় বিচার পাননি। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।বিডিপত্র/অামিরুল/এডিটি

Leave A Reply

Your email address will not be published.