রংপুরে ক্রিকেট ব্যাটের আঘাতে স্কুল ছাত্রের মৃত্যু
নিহতের বাবা ব্যবসায়ী ওমর আলী জানান, ‘রংপুর কৈলাশ রঞ্জন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানি আহামেদ গত শুক্রবার বিকেলে রংপুর পলিটেকনিক মাঠে স্থানীয় শালবন ফায়ার সার্ভিস এলাকার ছেলেদের সাথে ক্রিকেট খেলতে মাঠে যায়। সেখানে খেলা চলাকালীন ফিল্ডিংয়ের সময় সানি এলবিডব্লিউর আবেদন করলে ব্যাটিংয়ে থাকা একই এলাকার চাল ব্যবসায়ী বাবু মোল্লার ছেলে ফাহিম রহমান তাকে ক্ষিপ্ত হয়ে ব্যাট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। পরে সবাই মিলে ফাহিমকে ঘিরে ফেলে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত সানিকে উদ্ধার করে’।
ওমর আলী দাবি করেন, ‘ফাহিম ও তার বন্ধুরা গুরুতর আহত আবস্থায় সানিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়’।
এ ঘটনায় নিহতের বাবা ৬ জনকে আসামি করে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ‘বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে’।