রংপুরে ছাত্রদলের বিক্ষোভে মিছিল পুলিশের বাঁধা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ছাত্রদল।
বুধবার দুপুরে নগরের গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সেখানে নেতা-কর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উৎপল ভৌমিক, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শহর ছাত্রদলের সহ সভাপতি আহসানুল কবির পাপ্পু।
বক্তারা বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় বিরোধী রাজনৈতিকদের নামে হাজার হাজার মামলা ও গ্রেফতার করে দেশটাকে কারাগারে পরিণত করেছে। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে একের পর এক হয়রানীমূলক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবী জানান। এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা সভাপতি জহির আলম নয়নসহ রংপুর জেলা ছাত্রদলের সকল নেতা-কর্মীর নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবী জানান অন্যথায় দুর্বার আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।