Connecting You with the Truth

রংপুরে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Rangpur Catrolig  68th Ani... Day Newsআমিরুল ইসলাম, রংপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে রংপুর টাউন হল থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে আবার টাউন হলে এসে শেষ হয়।

র‌্যালি শেষে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শাফি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন। এ সময় রংপুর জেলার ৮টি উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Comments
Loading...