Connecting You with the Truth

রংপুরে জাসদ ছাত্রলীগের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

রংপুর প্রতিনিধি: জাসদ ছাত্রলীগের নেতা কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ রংপুর জাসদ ছাত্রলীগ। শনিবার বিকেল ৪টায় বাংলা‌দেশ ছাত্রলীগ (জাসদ) ২৭নং ওয়ার্ড শাখার আহবা‌নে এক বি‌ক্ষোভ মি‌ছিল লালবাগ রেল‌গেট হ‌তে শুরু হ‌য়ে ক‌লেজ রোড প্রধান সড়ক ধ‌রে খামার মোড় ওয়াপদা গেট কে‌ডি‌সি রোড প্রদক্ষীন শে‌ষে স্থানীয় লাল বাঘ চত্ব‌রে এক পথসভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত পথসভায় জাসদ ছাত্রলীগ নেতা ‌জে‌মি,রা‌কিব,‌বিপ্লব ও ফা‌হি‌মের না‌মে দা‌য়েরকৃত মিথ্যা মামলার প্র‌তিবা‌দে এবং আ‌মির আখতা‌রের উপর হামলাকারী দোষী‌ ব্য‌ক্তি‌দের গ্রেফতা‌রের দা‌বি‌তে বক্তব্য রা‌খেন জাসদ ২৭নং ওয়ার্ড সভাপ‌তি কামরুল হাসান টিটু মহানগর ছাত্রলীগ সভাপ‌তি ওসমান গ‌নি যুগ্নসাধারন সম্পাদক আসাদুজ্জামান ক‌বির কারমাই‌কেল ক‌লেজ ছাত্রলীগের সভাপ‌তি রা‌কিবুল ইসলাম রা‌কিব সাধারন সম্পাদক নাজমুল আ‌সিফ অনু প্রমুখ। বক্তাগন অ‌বিল‌ম্বে মহানগর ছাত্রলী‌গের সহসভাপ‌তি ‌এ‌হতেশাম জে‌মি,কারমাই‌কেল ক‌লেজ সভাপ‌তি রা‌কিবুল ইসলাম রা‌কিব,সাদ্দাম হো‌সেন বিপ্লব ও ফা‌হিমের না‌মে দা‌য়েরকৃত মিথ্যা মামলা নির‌পেক্ষ তদন্ত সা‌পে‌ক্ষে প্রত্যাহার ক‌রে ও ভি‌ডিও ফু‌টেজ দে‌খে কারমাই‌কেল ক‌লেজ ক্যাম্পা‌সে আ‌মির আখতা‌রের উপর হামলাকারী এবং প্রকাশ্যে দেশীয় আ‌গ্নে অস্ত্রধারীদের গ্রেফতারের জন্য প্রশাস‌নের নিকট জোড় দা‌বি জানান। এসময় জাসদ ছাত্রলীগের রংপুর মহানগর, কারমাইকেল কলেজ শাখা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Comments