রংপুরে পেট্রোলবোমার সরঞ্জামসহ ২ শিবিরকর্মী গ্রেফতার
কাউনিয়া সংবাদদাতা:
রংপুর কাউনিয়া উপজেলার একটি কোচিং সেন্টার থেকে ৩০টি পেট্রোলবোমা তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শিবিরকর্মী নুরুল হক ও আজিজুল ইসলাম।
জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এরা শিবিরের কর্মী বলে জানায় পুলিশ।
কাউনিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে মীরবাগের গোল্ডেন হোম কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১৮ লিটার পেট্রোল, ৩০টি পেপসির বোতলসহ অন্যান্য সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করা হয়েছে। তিনি জানান, এদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।