রংপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে
হাসান আল সাকিব, বিশেষ প্রতিনিধি: শিশুটির বয়স কেবল ১৩ বছর। লেখাপড়া করে ৭ম শ্রেণীতে। লেখাপড়া শিখে তার স্বপ্ন মানুষ হওয়া। কিন্তু তার সেই স্বপ্ন উপেক্ষা করে কৃষক বাবা-মা তার অমতে এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করেন।
এ দিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে একজন সচেতন নাগরিক (বাল্য বিবাহ কল সেন্টার) ১২৯২১ এ ফোন দিয়ে জানালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও প্রসাশন নিয়ে গিয়ে সোমবার সন্ধার দিকে ওই বিয়ে বন্ধ করে। ওই শিশুর বাড়ি রংপুর সদরের পালিচড়া বালুয়াপাড়া গ্রামে। মেয়েটির ননাম শামীমা আক্তার। সে পালিচড়া একরামিয়া খান চৌধুরী মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম দুলাল মিয়া।
এসময় ১০০০ টাকা জরিমানা করা হয় এবং তার বাবা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে কর্মকর্তাদের কাছে অঙ্গিকার করেন বলে জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান।