রংপুরে বাসের ছাদ থেকে পড়ে ১ জনের মৃত্যু
রংপুর : বাসের ছাদ থেকে পড়ে সাত্তার (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরের রংপুর নগরীর বাবুখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গাইবান্ধা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস বাবুখাঁ এলাকায় রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের ছাদে থাকা ৬ যাত্রী নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে সাত্তার নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশেরপত্র/এডি/এ