Connecting You with the Truth

রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

RIPON-PHOTO...............120150402091810ব্যুরো অফিস, রংপুর:
রংপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে রংপুর জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম। এসময় সাংবাদিকদের সাথে তথ্য সরবরাহ’র বিষয় নিয়ে আলোচনা করা হয়।
গত কাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের অফিস কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সাংবাদিকরা কিছু পুলিশ সদস্যের ভুল-ভ্রান্তি তুলে ধরলে পুলিশ সুপার সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রতিটি থানার ওসি এবং এডিশনাল এসপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক একেএম ফজলুল হক, ইত্তেফাক এবং জিটিভির রংপুর প্রধান ওয়াদুদ আলী সরকার, বিটিভির রংপুর প্রধান এবং দৈনিক বায়ান্নর আলোর নির্বাহী সম্পাদক আলী আশরাফ, এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর প্রধান মাহবুবুল ইসলাম, একুশে টিভি ও দৈনিক সংবাদের রংপুর প্রধান লিয়াকত আলী বাদল, চ্যালেন ২৪’র ব্যুরো প্রধান জুয়েল আহম্মেদ, স্টাফ রিপোর্টার নিশাত, এসএ টিভির রংপুর প্রধান বাবু মিয়া, এশিয়ান টিভির রংপুর প্রধান রফিকুল ইসলাম রফিক, ৭১’র টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজীদ আহম্মেদ, আরটিভি ও রাইজিনবিডির রংপুর ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম বাদল, মাইটিভির নজরুল ইসলাম রাজু মিয়া প্রমুখ। মতবিনিময় সভা দুপুর দেড়টা পর্যন্ত চলে। এসময় আরও উপস্থিত ছিলেন এডিশনাল এসপি জয়নাল আবেদিন, ফারুক হোসেন, এএসপি হুমায়ুন কবীর, আবু নাসের, কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী, ডিএসবি’র শরিফুল ইসলাম ও এসআই ওলিয়ার রহমান।

Comments