রংপুর কাউনিয়ায় দূর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি ট্রেন
কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া রেলস্টেশনের ১ কি.মি. পশ্চিমে মঙ্গলবার সকাল ৭টার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা কম্পিউটার এক্সপ্রেস-৬১ ট্রেন, ও পার্বতীপুর থেকে ছেড়ে আসা চিলমারি গামী রমনা লোকাল-৪২২ ট্রেন দুটি দূর্ঘটনা থেকে রক্ষা পায়। তকিপল বাজার রেলগেটে রেললাইনের নীচের অংশ মরিচা ধরে নষ্টের জায়গায় ট্রেন চলাচল করলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা কম্পিউটার এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে দিনাজপুর যাওয়ার সময় রেললাইন ভেঙ্গে ডেবে গেলেও ট্রেনটি দূর্ঘটনা থেকে রক্ষা পায় । জি-৩৬ এর গেটম্যান মোঃ শামীম রেজা রেললাইন ভেঙ্গে ডেবে যাত্তয়া অংশ দেখতে পেলে তার কিছুক্ষণের মধ্যেই পার্বতীপুর থেকে ছেড়ে আসা চিলমারি গামী রমনা লোকাল ৪২২ ট্রেনটি আসতে থাকলে ফর্গসিগনাল ব্যবহার করে এবং লাল ফ্লাগ দেখিয়ে ট্রেনটি থামান। ফলে ট্রেন দুটি দূর্ঘটনা থেকে রক্ষা পায়। এ অবস্থায় ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়। রেলের ভাঙ্গা অংশ কেটে ফেলে নতুন লাইন স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।