Connecting You with the Truth

রংপুর গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির প্রশিক্ষণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আজGongachora বৃহস্পতিবার দিনব্যাপী স্থায়ী কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান।  ইউনিয়নের ১৩টি স্থায়ী কমিটির মধ্যে ৭টি কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কমিটিগুলো হলÑ কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি, স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক স্থায়ী কমিটি,পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপন বিষয়ক স্থায়ী কমিটি, কৃষি, মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য উন্নয়নমূলক কাজ বিষয়ক স্থায়ী কমিটি, পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ক স্থায়ী কমিটি এবং অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি। এসব কমিটির ৫০ জন সদস্য প্রশিক্ষণৈ অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ প্রদান করেন গজঘন্টা ইউপি সচিব আশরাফ উদ্দিন বাবু, গঙ্গাচড়া ইউপি সচিব অরুণ কুমার সরকার ও লহ্মিটারী ইউপি সচিব মোজাহারুল ইসলাম।

Comments
Loading...