রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটে ফাটল, আতঙ্কে ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর বিভাগের সর্ববৃহৎ জেলা পরিষদ সুপার মার্কেটের পূর্ব-দক্ষিণাংশের অন্তত সাতটি পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এছাড়া পুরো মার্কেট স্যাঁতস্যাঁতে হয়ে পড়ায় সামান্য ভূকম্পনেই কেঁপে ওঠে বিল্ডিং। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ নিয়ে চরম আতঙ্কে ব্যবসায়ী, দোকান কর্মচারী এবং ক্রেতারা।
ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, ত্রুটিপূর্ণ নির্মাণের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তারা বিশেষজ্ঞ দল চেয়ে জেলা পরিষদকে জানিয়েছেন। মার্কেটের একটা বড় অংশের পিলারে ফাটল দেখা দেয়ায় গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে ধস ঠেকানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তারা চান দ্রুত এর সংস্কার করা হোক।ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, ত্রুটিপূর্ণ নির্মাণের কারণেই ৩০ বছর আগে নির্মিত এই মার্কেটের আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে।
রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাবেদ হোসেন জুয়েল জানান, এতো বড় মার্কেট নির্মাণের সময় নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল যার জন্য এ সমস্যাগুলো দেখা দিয়েছে।রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. এমদাদুল হক জানান, মার্কেটটি নির্মাণের সময় খামখেয়ালিপনার জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছে, তিন তলা মার্কেটের উপরে ব্যবসায়ীরা চার তলায় অবৈধভাবে অবকাঠামো গড়ে তোলার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞ দল চাওয়ার পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
রংপুর জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী এ জেড এম আহছান উল্লাহ জানান, কাজের প্রকৃত মান- ড্রয়িং, ডিজাইন, স্পেসিফিকেশন মোতাবেক কাজ হয়েছে কিনা এ বিষয়টি একটি বিশেষজ্ঞ প্রকৌশল কমিটি দ্বারা এটি যাচাই করা হবে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে নির্মিত জেলা পরিষদ সুপার মার্কেট তিন তলা থেকে বর্তমানে চতুর্থ তলায় গিয়ে দাঁড়িয়েছে। এখন সেখানে পুরো মার্কেটে ৩৫০টির বেশি দোকান রয়েছে বলে জানা গেছে।