Connecting You with the Truth

রংপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির মতবিনিময় সভা

petrol-pamp-malik-somiti-1

রংপুর প্রতিনিধি: রংপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির এক মত বিনিময় সভা বুধবার সকালে রাজা রামমোহন মার্কেটের দ্বিতীয় তলায় সিসিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন রংপুর জেলা কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম।
এছাড়াও সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রংপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারন সম্পাদক সোহরাব হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক এবিএম নুরুস সামস, দপ্তর সম্পাদক রিয়াজ আহম্মেদ শোভন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আজিজুল ইসলাম মিন্টু ও অনুষ্ঠানটি সঞ্চালন করেন আতিক উল্লাহ্‌ আতিক। সভায় পেট্রোল পাম্প মালিকরা বিভিন্ন মতবিনিময়ের মধ্যে সকল পেট্রোল পাম্প মালিকগন ‘শ্রম কারখানা’ লাইসেন্স’ একসাথে একই দিনে ফি প্রদান করবেন বলে একমত পোষণ করেন।
একসাথে একই দিনে সরকারের ‘শ্রম কারখানা’ লাইসেন্স ফি প্রদান করার সিধান্তকে সাধুবাদ জানিয়েছেন মতবিনিময় সভার প্রধান অতিথি রংপুর জেলা কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জনাব, আব্দুল কাইয়ুম। তিনি বলেন ” পেট্রোল পাম্প ব্যাবসায়িদের এমন উদ্দ্যোগ অত্যান্ত প্রশংসনীয় আমি আপনাদের (পেট্রোল পাম্প ব্যাবসায়িদের) এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করব”

Comments
Loading...