রংপুর পীরগাছায় চাঁদার দাবিতে ইউপি সদস্যের বাড়ি ভাংচুর ও লুটপাট
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী কর্তৃক চাঁদার দাবিতে এক ইউপি সদস্যের বাড়ি-ঘর ভাংচুর করেছে। এ সময় ঐ সন্ত্রাসীরা স্বর্ণালংকার, সৌর বিদ্যুতের সরঞ্জাম ও নগদ অর্থ সহ প্রায় ৫ লক্ষ টাকা লুটপাট করেছে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের তালুক কান্দি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে ইউপি সদস্য কাঞ্চন মিয়ার বাড়িতে প্রতিবেশি মৃত নুর মোহাম্মদের ছেলে ফিঠু মিয়া(৩৫), জামায়াত নেতা শেখ ফরিদ ২০/৩০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় শিশু বাপ্পি(৭)সহ আহত তার মা গুরুতর আহত হয়। সন্ত্রাসীরা ফিল্মী স্টাইলে বাড়ীর বাড়ি ঘর ভাংচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার ও সৌর বিদ্যুতের ব্যাটারী, সোলার প্যানেল ছিনিয়ে নিয়ে যায়। প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে দাবি করে ঐ বাড়ীর মালিক ইউপি সদস্য কাঞ্চন মিয়া ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৫, তাং-১০/০২/১৫ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আসামী আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে বলে জানান।