রংপুর মিঠাপুকুরের শিবির নেতা গ্রেফতার
রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে উপজেলা শিবিরের সূরা সদস্য সুলতান আহমেদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের মধু মন্ডলের ছেলে।
শুক্রবার সকাল ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সুলতান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতা ও বোমা হামলা মামলার আসামি।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।