Connecting You with the Truth

রংপুর মেডিকেল কলেজ হোস্টেলে যুবককে পিটিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজে (রমেক) চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের জিয়া হোস্টেলে সাব্বির নামের ওই যুবককে হত্যা করা হয়। ঘটনার বিচার দাবি করে নিহতের পরিবার ও এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানায় হত্যা মামলা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নগরীর উত্তম মধ্যপাড়া এলাকার হাশেম মিয়ার ছেলে সাব্বির বৃহস্পতিবার সকালে জিয়া হোষ্টেলে পরিচিতজনের সঙ্গে দেখা করতে যায়। এসময় হোস্টেলের শিক্ষার্থীরা তাকে চোর সন্দেহে বেদম প্রহার করে ফেলে রাখে। দুপুরে মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকেলে সাব্বিরের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই ফাহিম জানান, জিয়া হোস্টেলের ছাত্ররা তার ভাইকে বিনা কারণে পিটিয়ে হত্যা করেছে। ফাহিম এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ কিবরিয়া জানান, এ ঘটনায় নিহতের চাচা আবুল কাশেম বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় হোস্টেলের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments
Loading...