Connecting You with the Truth

রংপুর রিপোর্টাস ক্লাবের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত

Rangpur Reportas Club 20 08 2015

রংপুর রিপোর্টাস ক্লাবের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় ক্লাবের সভাপতি মসিুদ-উর-রহমান মিলুর সভাপতিত্ব বিশেষ সাধারন সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, সহ-সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ,দপ্তর সম্পাদক চঞ্চল মাহমুদ, প্রচার সম্পাদক মহিউদ্দিন মখদুমী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক হারুন-অর-রশিদ, কার্যকরী পরিষদের সদস্য শীতুজ্জামান শীতু, খন্দকার মিলন আল মামুন, শেখ এমবি আলম বাদশা, মো. আমিরুল ইসলাম। ক্লাবের সন্মানিত সদস্য হালিম আনছারী, তৌহিদুল ইসলাম বাবলা, স্বপন মিঞাজী, তাজিদুল ইসলাম লাল, এম. মিরু সরকার, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন ইমরোজ ইমু, নুর হাসান চান, ইনামুল হক, এস.এম সাথী বেগম, শরীফ লাভলু লেবু, আবুল খায়ের, শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, পারভেজ সরকার পাপুল, মো. মুনির হোসেন, হারুন-উর-রশিদ সোহেল,শাহীন আলম শাকিল হোসেন,শরীফ হোসেন প্রমুখ।

সভায় নব-নির্বাচিত কমিটির অভিষেক উদযাপনে বিভিন্ন উপ-কমিটি ও রিপোর্টাস ভয়েস প্রকাশনা সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments