Connecting You with the Truth

রংপুর রেজিষ্ট্রি অফিসে সাংবাদিক লাঞ্চনার ঘটনায় রিপোর্টার্স ক্লাবে প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি: রংপুর রেজিষ্ট্রি অফিসে সংঘবদ্ধ দলিল লেখক ও দালাল কর্তৃক তিন সাংবাদিক ও দুই ক্যামেরাপার্সন লাঞ্চিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব। বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
রিপোর্টার্স ক্লাব সভাপতি আব্দুল হালিম আনসারীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদের পরিচালনায় ক্লাব ভবনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারী মোজাফ্ফর হোসেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সহ-সভাপতি শফিউল করিম শফিক, সদস্য চঞ্চল মাহমুদ, সরকার মাজহারুল মান্নান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক বাদশাহ ওসমানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ সোহেল, কার্যকরী সদস্য আশিকুর রহমান আশিক, আমিরুল ইসলাম, আফরোজা বেগম, সাইফুল ইসলাম এবং সদস্য রায়হান বারী, এস.এম সাথী বেগম, শাহীন আলম, শাকিল মাহমুদ, আব্দুর রহমান রাসেল, সাইফুল ইসলাম মুকুল, শরিফ হোসেন, সাদ্দাম হোসেন ডামি, একে এম সুমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রেজিষ্ট্রি অফিস এখন অনিয়ম ও দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। কতিপয় দলিল লেখক ও দালাল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অফিসটি। তাদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সেখানে তিন সাংবাদিক ও দুই ক্যামেরাম্যানের ওপর হামলার ঘটনায় তা প্রমানিত হয়ে গেছে। রংপুর রিপোর্টার্স ক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বক্তারা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অবিলম্বে সাংবাদিকের ওপর হামলা এবং লাঞ্ছনাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে রংপুরের সকল সাংবাদিক বৃহত্তর আন্দোলনে গড়ে তুলতে বাধ্য হবে বলেও জানান।

Comments
Loading...