Connecting You with the Truth

রওশনের গানে মুগ্ধ বৃষ্টিভেজা নেতাকর্মীরা

rawshanঅনলাইন ডেস্ক: সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ করেছে জাতীয় পার্টি। শনিবার বিকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃষ্টির কারণে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম। তবে বৃষ্টি উপেক্ষা করে যেসব নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছিলেন তারা মুগ্ধ হয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের গান শুনে।
সমাবেশে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্য শেষে ঘোষণা আসে, রওশন এরশাদ কিছু বলতে চান। এ সময় মাইক্রোফোন হাতে নিয়ে রওশন এরশাদ বলেন, ‘তোমরা সবাই বৃষ্টিতে ভিজে এই সমাবেশ সফল করেছো। আমরা খুশি, আসো আমরা শপথ নিই।’ এই বলেই তিনি গান ধরেন, ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ এ সময় নেতাকর্মীরাও গলা মিলিয়ে গাইতে থাকেন। এতে সমাবেশে যেন প্রাণ ফিরে আসে।
যাত্রাবাড়ী এলাকা থেকে সমাবেশে আসা জাপা কর্মী আবিদুর রহমান জানান, বৃষ্টির কারণে তিনি সমাবেশে আসতে চেয়েছিলেন না। তবে নেতাদের চাপে শেষ পর্যন্ত আসতে হলো। সমাবেশ তেমন না জমলেও দলীয় নেত্রী রওশনের গানে তিনি মুগ্ধ হয়েছেন। বিভেদ ভুলে জাপা নেতারা একমঞ্চে আসায় তিনি আরও বেশি খুশি বলে জানান।
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সমাবেশে গান গেয়ে দলীয় নেতাকর্মীদের মুগ্ধ করেছেন রওশন এরশাদ। গত রমজানে কয়েকটি ইফতার মাহফিলে গজলও গেয়েছেন বিরোধী দলীয় নেত্রী।

Comments
Loading...