Connecting You with the Truth

রকেট হামলার জবাবে গাজায় ইসরাইলের হামলা: ৫ ফিলিস্তিনি নিহত

রকেট হামলার জবাবে ইসরাইল গাজায় হামাসের আনুমানিক ৮০টি আস্তানায় জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোন বিমান হামলা চালিয়েছে। আর এতে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা যায়।

গাজা থেকে ইসরাইলে কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। শনিবার ইসরাইলী সেনাসূত্রে এ কথা জানা গেছে। এদিকে এর কয়েক ঘণ্টা আগে ইসরাইল সীমান্তে সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মিশরের মধ্যস্থতায় কয়েক মাস ধরে চলা সীমান্ত-সংঘর্ষ বন্ধে একটি চুক্তির জন্য আলোচনা চলমান সত্ত্বেও এই ধরণের সংঘর্ষ সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘গতরাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।’ বিবৃতিতে ৩০টির মতো রকেট হামলা চালানোর কথা বলা হয়েছে।

ইসরাইলের চিকিৎসকরা জানান, সাত বেসামরিক লোককে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার আকস্মিকতায় তারা মানসিক আঘাত পেয়েছে। রকেট হামলার জবাবে ইসরাইলের জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোন বিমান গাজায় হামাসের আনুমানিক ৮০টি আস্তানায় হামলা চালিয়েছে। তবে এই হামলার কারণে গাজায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে হামাস ইসরাইলে রকেট হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেনি।

Comments
Loading...