Connect with us

দেশজুড়ে

রঙপুরে সংবাদ সম্মেলন করলো বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র

Published

on

রংপুর প্রতিনিধি:
অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক, জুয়া, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর ও রাজশাহী বিভাগের আয়োজনে ২৪ আগস্ট রবিবার ২.৩০ টায় রংপুর টাউন হলে নারী সমাবেশ সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৭ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১টায় বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুমা আক্তার, রংপুর জেলা সভাপতি প্রভাষক আরশেদা খানম লিজু, ইয়াসমিন আক্তার, নাজমুন নাহার, আলো বেগম, ঠাকুরগাঁও জেলা সংগঠক কৃষ্ণা দেবনাথ, পঞ্চগড় জেলা সংগঠক ফারজিনা বেগম, বগুড়া জেলা সংগঠক নুরজাহান রেখা প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- অশ্লীলতা, অপসংস্কৃতি, মাদক, জুয়ার প্রভাব বেড়ে যাওয়াতে তরুণ যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এই অধঃপতিত যুব সমাজের হাতেই অপমানিত ও লাঞ্ছিত হচ্ছে নারীরা। ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা, প্রেমের প্রলোভন দেখিয়ে নগ্ন ছবি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করা, যৌতুকের দায়ে পুড়িয়ে মারা, এসিড নিক্ষেপ ইত্যাদি পৈশাচিক কর্মকাণ্ডের শিকার হচ্ছে এখন নারীরা। ৩ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত কেউই এ সমাজে নিরাপদ নয়। ঘরে-বাইরে শারীরিক ও মানসিকভাবে চলছে নির্যাতন। সর্বত্রই নারী নিরাপত্তাহীন, গত কয়েক মাসের পত্রিকার রিপোর্ট অনুযায়ী নারী সংবাদ সম্মেলন থেকে নারী সমাবেশ সফল করার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *