রণবীর-ক্যাটরিনার প্রেমালাপ বন্ধ
বিনোদন ডেস্ক:
বলিউডের এখন সবচেয়ে আলোচ্য প্রেমিকযুগল এখন রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ। প্রথম প্রথম নিজেদের সম্পর্ক নিয়ে চুপচাপ থাকলেও বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেত ক্যাট-রণবীরকে। এখন তো আর সে সমস্যা নেই এখন তো নিজেদের সম্পর্ক নিয়ে খুল্লমখুল্লা দুজনেই। তবে দুজনেই বলিউডের ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী। ফলে একসঙ্গে সময় কাটানো বলতে ওই শ্যুটিংয়ের ফাঁকতালে। যেমন রণবীরের আগামী ছবি বম্বে ভেলভেট-এর শ্যুটিং শ্রীলঙ্কায় চলার সময় ক্যাটরিনাকেও সেখানে দেখা গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্যাটরিনার আসন্ন শ্যুটিং সূচীতে দেখা যাবে না রণবীরকে। সম্প্রতি পরিচালক অভিষেক কাপুরের ছবি ফিতুর -এর শ্যুটিং শুরু হবে কাশ্মীরে। অভিনয় করবেন ক্যাট ও আদিত্য রায় কাপুর। এখন অভিষেক চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটিংয়ের কাজ শেষ করতে। আর সেই কারণেই শ্যুটিং চলাকালীন ক্যাট-রণবীরের প্রেমালাপে বাঁধ সাধছেন অভিষেক। সূত্রের খবর শ্যুটিং চলাকালীন ক্যাট যাতে রণবীরের সঙ্গে দেখা না করেন তা ক্যাটরিনাকে বুঝিয়ে বলেছেন অভিষেক। আর তাই পরিচালকের কড়া অনুশাসনের জন্য কাশ্মীরে ফিতুর ছবির শ্যুটিং চলাকালীন একে অপরের থেকে দূরেই থাকতে হবে রণবীর-ক্যাটকে।