Connect with us

জাতীয়

রমনা বোমা হামলা বিস্ফোরক মামলায় বাকি সাক্ষ্যগ্রহণ ১৪ সেপ্টেম্বর

Published

on

স্টাফ রিপোর্টার:
রমনা বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় সম্পূরক অভিযোগ (চার্জ) গঠন করেছেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর বাকি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনে বিস্ফোরক আইনের ৩ ধারার সঙ্গে ৬ ধারাও যুক্ত করে এ চার্জ গঠন করেন আদালতের বিচারক মো. রুহুল আমিন। ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৩ ধারায় অভিযোগ গঠন করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম জাহিদ সরদার এর সঙ্গে ৬ ধারাও যুক্ত করার আবেদন জানিয়ে এর পক্ষে শুনানি করেন। এর আগে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৭ জন সাক্ষী। আগামী ১৪ সেপ্টেম্বর বাকি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
মামলার ১৪ আসামির মধ্যে আসামিদের মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মওলানা আবু তাহের, মওলানা আব্দুর রউফ, মওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মওলানা ইয়াহিয়া ও মওলানা আকবর হোসাইন মোট ৯ জন কারাগারে আটক। তাদেরকে আদালতে হাজির করা হয়। বাকি ৫ জন আসামি মওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই পলাতক আছেন। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি পৃথক মামলা হয়। এর আগে গত ২৩ জুন এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায়ে মুফতি হান্নানসহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন একই আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, মওলানা আকবর হোসাইন, মওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মওলানা আবু তাহের, মওলানা আব্দুর রউফ, মওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও হাফেজ মওলানা ইয়াহিয়া। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের বোমা হামলায় ১০ জন নিহত হন। তাদের মধ্যে ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। আহত হন অনেকে। নৃশংসতম এ বোমা হামলা মামলাটির তদন্তে দীর্ঘদিন কালক্ষেপণ করা হয়। বারবার মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন হয়। বিপাকে পড়ে তদন্তকাজ। অবশেষে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঘটনার প্রায় ৮ বছর পর ২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটিতে ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। আসামিদের মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন ও মওলানা আকবর হোসাইন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *