Connecting You with the Truth

রাঙামাটিতে আবাসিক হোটেলে জুমার মুসল্লিদের হামলা, ৬ নারী আটক

rgtরাঙামাটি সংবাদদাতা: রাঙামাটিতে অনৈতিক কর্মকাণ্ড চলে এমন অভিযোগ এনে বেশ কয়েকটি আবাসিক হোটেলে হামলা চালিয়েছেন মুসল্লিরা। অন্তত চারটি হোটেলে হামলা ও ভাঙচুর করেন তারা। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয় নারীকে আটক করা হয়।
গতকাল শুক্রবার দুপরে জুমার নামাজ শেষে রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে কয়েকশ মুসুল্লি মসজিদের সামনের হোটেল আল হেলালে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হোটেল থেকে চার নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে হোটেল মালিক ও ম্যানেজারসহ কর্মচারীরা পালিয়ে যান।
একই সময় পার্শ্ববর্তী হোটেল প্রবাসী, হোটেল স্টার, হোটেল হিলসিটিতেও হামলা চালান মুসল্লিরা। এ সময় আরও দুই নারীকে আটক করা হয়। উত্তেজিত মুসল্লিদের হামলায় দুই নারী আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments