রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সদস্যদের সংঘর্ষ এর ঘটনা ঘটেছে
এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম) :
সেনাবাহিনীর অভিযানে তিন ইউপিডিএফ সন্ত্রাসী আটক হন এবং তাদের কাছ থেকে একটি এসএমজি রাইফেল, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৪৬ রাউন্ড রাইফেলের গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয় বলে জানা গেছে।
সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় রাঙামাটি জেলার কুতুকছড়ি ইউনিয়নের ফুরোমন সেনাবাহিনী ক্যাম্প থেকে একটি সেনা টহল দল বের হয়।
টহলটি বের হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে ইউপিডিএফের একটি অজ্ঞাত নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে ইউপিডিএফ কমান্ডার পরিচয় দিয়ে টহলরত সেনা কমান্ডারকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন। তবে সেনা কমান্ডার হুমকি উপেক্ষা করে ইউপিডিএফকে চ্যালেঞ্জ জানান।
জানা গেছে, একই সময়ে সেনাবাহিনীর অন্যান্য ক্যাম্প থেকেও আরও কয়েকটি টহল দল বের হয়ে কুতুকছড়ি এলাকা ঘিরে ফেলে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে থাকে। আজ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে সেনাবাহিনীর একটি দল স্থানীয় মইনপাড়া স্কুলে অভিযান (রেইড) চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।
গুলি বিনিময়ে টিকতে না পেরে ইউপিডিএফ সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের ৬০ ইবি ব্যাটালিয়নের সৈনিক মো. তরিকুজ্জামান খান হাতের আঙুলে গুলিবিদ্ধ হন। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।