রাঙ্গামাটিতে সম্প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন মধু স্পোর্টিং ক্লাব
পারভেজ সুমন, রাঙামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে খেলাধূলার মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত সম্প্রীতি কাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মধু স্পোটিং ক্লাব। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে তারা মহাজনপাড়া সমিতিকে ১-০ গোলে পরাজিত করে। ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য উষাতন তালুকদার। এসময় কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক নারী ও পুরুষ ফাইনাল খেলাটি উপভোগ করেন।