রাজধানীর পল্লবীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ঢাকা: রাজধানীর পল্লবীতে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২০) জুন সন্ধ্যার পর পল্লবী থানাধীন মিরপুরের কালশীতে এ ঘটনায় ঘটে।
নিহত রুনা আক্তারের (২০) স্বামী পারভেজ মিয়া জানান, পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদের জের ধরে অভিমানে রুনা গলায় ওড়ানা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। অচেতন অবস্থায় রুনাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান পারভেজ।
রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রুনা আক্তারকে মৃত বলে ঘোষণা করেন বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস।