Connecting You with the Truth

রাজধানীর ভাষানটেকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রাজধানীর ভাষানটেকে বাসায় ঢুকে স্ত্রী-সন্তানকে বেঁধে মনসুর (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আজ ইফতারের পর ভাষানটেকের এমপি চেকপোস্ট সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে কয়েকজন ঢুকে মনসুরকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনসুরের মৃত্যু হয় বলে ভাটারা থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান।

হত্যাকারীরা ওই বাসার মালামাল লুটে নিয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বাসা থেকে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

Comments
Loading...