Connecting You with the Truth

রাজধানীর মৌচাকে দেশটিভির গাড়িসহ তিনটি গাড়িতে আগুন

রাজধানীর মৌচাক মোড়ে চারটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় মৌচাকে বেসরকারি টেলিভিশন দেশটিভির কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন দেয়া হয়। পরে এসময় হামলাকারীরা স্লোগান দিতে দিতে আরো তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। পরে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকারসহ তিনটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে অপর দুইটি গাড়ির আগুন পরিবহন শ্রমিকরা নেভাতে সক্ষম হলেও প্রাইভেটকারটির আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভানোর চেষ্টা করছে।

Comments
Loading...