রাজধানীর লালবাগে যুবদল নেতার বাসা থেকে ৭৩টি ককটেল ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর লালবাগের জেএন শাহ রোড এলাকায় এক যুবদল নেতার বাসায় বোমা কারখানার সন্ধান পেয়েছে র্যাব ওপুলিশ। সেখানে অভিযান চালিয়ে ৭২ ককটেল, দুই কেজি পটাশিয়াম, বিপুল পরিমান স্প্লিন্টার ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। যুবদল নেতার নাম মীর নেওয়াজ আলী। তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এর সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন ‘র্যাব ও পুলিশ গতকাল রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেএন শাহ রোডে যৌথভাবে অভিযান চালিয়ে ওই বাড়ির কেয়াটেকার বাদশাহ (৪০) ও দারোয়ান আনিস (৩০) কে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ চলছে।’
এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।