বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে রাজধানীর হাজারীবাগে ১৪ দলের নাশকতাবিরোধী সমাবেশে হাতবোমা বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার বিকালে হাজারীবাগ পার্ক মাঠে ১৪ দল আয়োজিত সমাবেশস্থলে বিস্ফোরণের সময় স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস মঞ্চে ছিলেন। পুলিশ জানায়, হাতবোমার স্প্লিন্টারবিদ্ধ ২২ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন (২৮), রিয়াজ আহমেদ (৪০) ও মো. সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাজারীবাগ থানার ওসি মঈনুল ইসলাম জানান, সেলিমের কোমরে এবং মোক্তার, রিয়াজ পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। সমাবেশস্থলের পাশে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানের পাশে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। কারা এই নাশকতা চালিয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানান ওসি।