রাজবাড়িতে হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
মোঃ খালেদুর রহমান ,ফরিদপুর ঃ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৭ আগস্ট ২০১৬ ইং তারিখ ১৯৪০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস ষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ০১নং দৌলতদিয়া ইউনিয়নে (০৫নং ওয়ার্ড) পোড়াভিটা সাকিনস্থ জনৈক জাহাঙ্গীর হাওলাদার(৩৫), পিতাঃ আঃ গণি হাওলাদার এর বসত বাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী দোচালা টিনের ঘরের ভিতর একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৯৫০ ঘটিকার সময় উল্লিখিত বসত ঘরের নিকট পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত বসত ঘর হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার মোঃ মোকছেদ হাওলাদার(৫০), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ আঃ গণি হাওলাদার, সাং-সুটিয়াকাটি (হাওলাদার বাড়ী), থানাঃ স্বরুপকাঠি, জেলাঃ পিরোজপুর এ/পি ১নং দৌলতদিয়া ইউনিয়ন (০৫নং ওয়ার্ড) পোড়াভিটা, জনৈক জাহাঙ্গীর এর বাড়ী, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামী তার শয়ন কক্ষের বিছানার তোষক এর ভিতর লুকায়িত অবস্থায় থাকা ০১টি ছোট সাদা রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত ৩২৯ পুড়িয়া সর্বমোট ২৮গ্রাম (মোড়কসহ) হালকা বাদামী রংয়ের কথিত হেরোইন, যা স্বচ্ছ সাদা রংয়ের পলিথিনে আলাদা আলাদা ভাবে মোড়ানো থাকা অবস্থায় ধৃত আসামী তার নিজ হাতে বের করে দেয় এবং আভিযানিক দলের সদস্যরা তার দখলে থাকা মাদক বিক্রত নগদ ৯০০/-(নয়শত) টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক হেরোইন সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক হেরোইন সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।