রাজবাড়িতে ৩৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
ফরিদপুর ব্যুরো ,মোঃ খালেদুর রহমান ঃ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ মার্চ ২০১৬ ইং তারিখ ১৩০০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন বসন্তপুর বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন বসন্তপুর ইউনিয়নস্থ লক্ষিপুর গ্রামে চুন্নু মোল্লার মুদির দোকানের সামনে দুজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৩৩০ ঘটিকার সময় উল্লেখিত রাস্তার সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাদের একজনকে ঘেরাও পূর্বক আটক করে এবং অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ শাহীন শেখ (২৮), পেশা-ব্যবসা, পিতাঃ-মোঃ মনির উদ্দিন শেখ @ রশিদ উদ্দিন, সাং-বড় রঘুনাথপুর, থানাঃ-রাজবাড়ী, জেলাঃ-রাজবাড়ী, পলাতক আসামী মোঃ দাউদ সরদার (৪০), পিতা- ময়েজ উদ্দিন সরদার, সাং- সুলতানপুর (বোর্ড অফিস), থানা ও জেলা- রাজবাড়ী । আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা সম্মূখে ধৃত আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাসী করে আসামীর পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে একটি গোল্ডলিফ সিগারেটের প্যাকেটে রক্ষিত একটি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ২০০ পিস গোলাপী রংয়ের ইয়াবা এবং বাম পাশের পকেট হতে একটি বেনসন সিগারেটের প্যাকেটে রক্ষিত নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১৭৯ পিস ২টি প্যাকেটে সর্বমোট ৩৭৯ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট, আসামীর দখল হতে দুটি মোবাইল ফোন যার একটি স্যামসাং মডেল নং জিটিএস-৭৫৮২ (১টি গ্রামীন সিম সংযুক্ত) অপরটি নকিয়া মডেল ২০২ (ব্যাটারী বিহীন ১টি গ্রামীন সিমকার্ড সংযুক্ত) উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী এবং পলাতক আসামী পেশাদার মাদক ব্যাবসায়ী এবং দীর্ঘদিন হতে পরস্পরের যোগসাজসে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।