রাজশাহীতে আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
রাজশাহী সংবাদদাতা: রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (২৩) ও পাবনার বাসিন্দা সুমাইয়া নাসরিন (২০)। আজ শুক্রবার দুপুর একটার দিকে আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনালের চতুর্থ তলার ৩০৩ নাম্বার কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন ওই হোটেলে ওঠেন।
বোয়ালিয়া মডেল থানার এসআই মহিউদ্দিন বলেছেন, মিজানুরের লাশ হাত বাঁধা অবস্থায় ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর নাসরিনের নাক ও মুখে ছুরাকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত শেষে জানায় পুলিশ।