রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্ঘঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৯টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শ্রমিকদের পক্ষ থেকে যেসব দাবি করা হয়েছিল তা পূরণের আশ্বাস দেয়ায় ধর্মঘট তুলে নেয়া হয়। ধর্মঘট প্রত্যাহার করায় রবিবার ভোর ৬টা থেকে আবারও যানবাহন চলাচল শুরু হয়েছে বলে জানান মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
এর আগে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে পুলিশ লাঞ্ছিত করার অভিযোগ এনে শনিবার ভোর ৬টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়।