রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে অটো চালকের আত্মহত্যা
রাজশাহী প্রতিনিধি ; রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় গলায় ফাঁস দিয়ে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন। তার নাম নুর ইসলাম ওরফে কালু।মঙ্গলবার দিবা গত রাতে নিজ শয়নকক্ষে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন কালু। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বিষয়টি পরিস্কার হওয়া যাবে।
এদিকে, নিহত কালুর পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, বেশ কিছুদিন ধরে পেটের পিড়াসহ নানা রোগে ভুগছিলেন তিনি। কিন্তু আর্থিক অনটনের কারণে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না। এ কারণে কালু আত্মহত্যা করতে পারেন।