Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজশাহীতে ট্রাকে পেট্রোলবোমা, দুই চালকসহ দগ্ধ ৩

download (2)রাজশাহী মহানগরীতে দুটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছে। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাত ৯ টার দিকে নগরীর রাজপাড়া থানার নগরপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাকে পেট্রোলবোমা ছুরে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও ট্রাক মালিক সাইদুল ইসলাম(৪০) ও হেলপার শহিদুল ইসলাম ( ৩৮) দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রামেকে ভর্তি করা হয়। অন্যদিকে প্রায় একই সময়ে নগরীর বোয়ালিয়া থানার বারো রাস্তার মোড়ে অপর বালুবাহী ট্রাকে পেট্রোলবোমা ছুরে মারে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয় ট্রাক চালক ফারুক হোসেন (৪২)। বর্তমানে সবাই রামেক হাসাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে রাজশাহী পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিনার (এসি) ইফতেখায়ের আলম জানান, রাতের আধারে দুর্বৃত্তরা পৃথক স্থানে দুটি ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারলে দুই ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়। তারা বর্তমানে রামেকে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.