রাজশাহীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর নগরীর শাহ মখদুম থানা এলাকায় ট্রাক চাপায় তৌফিক (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নগরীর টঙ্গিপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। শাহমখদুম থানার ওসি মিজানুর রহমান বলেন, গত কাল বেলা সোয়া ১১টার দিকে শাহমখদুমের বায়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । শিশুটি রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারে নি বলে জানান ওসি।