রাজশাহীতে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
সেলিম ভান্ডারী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার লেক থেকে বুধবার সকালে জীবন (২৩) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার ভদ্রা জামালপুর বস্তির অধিবাসী।
ভদ্রা পুলিশ ফাঁড়ির হাবিলদার হানিফ জানান, সকালে লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে বোয়ালিয়া থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জেনেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত জীবনের দ্বিতীয় স্ত্রী আদুরি জানান, জীবনের এক পা নেই। সাঁতারও জানতেন না। রাতে তার (আদুরি) কাছেই আসার কথা ছিলো। কিন্তু আসেন নি। পরে সকালে খবর পাই সে পানিতে ডুবে মারা গেছে।