Connecting You with the Truth

রাজশাহী জেলা জামায়াত আমিরসহ গ্রেফতার ২

রাজশাহী : রাজশাহী জেলা জামায়াতের (পশ্চিম) আমির আবদুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে শিবিরের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে গোদাগাড়ী পৌরসভার রেলগেট বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উভয়ের বিরুদ্ধেই থানায় নাশকতার মামলা রয়েছে। শিবির নেতা রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার সাবেক সভাপতি ও জেলার প্রকাশনা সম্পাদক। তিনি গোদাগাড়ী পৌরসভার মেয়র ও জামায়াত নেতা আমিনুল ইসলামের ছোট ভাই।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকায় ফিরে আবদুল খালেক এবং রবিউল নাশকতার উদ্দেশ্যে দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের উভয়কে নাশকতার আগের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

Comments
Loading...